আহ কি নির্মমতা😪
আমরা কি সত্যিই মানুষ হতে পেরেছি? সামান্য চাদা না দেওয়ায় এভাবে প্রকাশ্যে প্রথমে উলংগ করে, পাথর মেরে মেরে নির্মমভাবে হত্যা? যারা ক্ষমতায় বসার আগেই এরোকম হিস্র হয়ে উঠেছে, তাদের কাছে কি বাংলাদেশ সুরক্ষিত থাকবে? কখনোই না।।
তারা কি ইতিহাস জানে না? তারা কি ২০২৪ দেখে নাই? ক্ষমতা চিরস্থানী নয় এই চিরন্তন সত্যটা কি তারা জানে না?
এত সাহস এরা পায় কোথা থেকে? এদের কি মা বাবা ভাই বোন নাই? এদের কি মনুষত্ত্য নাই? কিভাবে একটা মানুষ কে এভাবে পাথর মেরে হত্যা করতে পারে?
এদেরকে প্রকাশ্যে এমন শাস্তি দেওয়া উচিত, যেটা স্বরণীয় হয়ে থাকবে।।
ইনশাআল্লাহ আল্লাহ উত্তম ফয়সালা কারী
বাংলাদেশের তৃণমূল পর্যায়ের রাজনৈতি বন্ধ হলেই এই সব নির্মমতার অবসান ঘটবে। (মানে ছাত্র দল, শ্রমিক দল, মহিলা দল বাল চাল আরু যা আছে) এই গ্রুপিং রাজনীতি মানুষকে একসময় নিশংস করে তোলে। যারা চেয়ারম্যান, মেয়র, এম পি, মন্ত্রী হবে তাঁরা ছাড়া আর কোনো শাখা প্রশাখা থাকবে না। এটা একটা চাকরির মতো হবে এখানে কেউ গ্রুফ বা মিসিল মিটিং জন সমাবেশ করতে পারবে না। এমনটাই আমার বাংলাদেশের রাজনৈতিক সপ্ন। (একান্ত নিজের মতামত)
এই কর্মকাণ্ডের পর B N * এর প্রতি আজীবন ঘৃণা থাকবে। কালকে তারা ক্ষমতায় আসলে পরশুদিন আমার আপনার সাথে এমন ঘটনা ঘটবে না এর নিশ্চয়তা নাই 🚫
আপনার সপ্নের বাংলাদেশ কেমন হয়তো ?
0 Comments